কোতোয়ালী থানা ছাত্রদলের আহ্বায়কসহ আরো তিন থানার যুগ্ম আহ্বায়কের পদ স্থগিত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৭:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আওতাধীন কোতোয়ালী থানা ছাত্রদলের আহ্বায়কসহ আরো তিন থানার যুগ্ম আহ্বায়কের পদ স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক দায়িত্ব অবহেলার অভিযোগ আনা হয়।

পদ স্থগিত করা নেতৃবৃন্দ হচ্ছেনকোতোয়ালী থানা ছাত্রদলের আহ্বায়ক ইয়াকুব আলী জুয়েল, চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, পতেঙ্গা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামশেদ আলী, ইপিজেড থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান সাদ্দাম রানা।

বিষযটি নিশ্চিত করে নগর ছাত্রদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য আল মামুন সাদ্দাম আজাদীকে জানান, গতকাল বুধবার ছাত্রদল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন পদ স্থগিতের সিদ্ধান্ত অনুমোদন করেন।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যের অভিযোগ, পুনর্মূল্যায়নের আবেদন জানিয়ে কেন্দ্রে ২৫ জনের চিঠি
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে দিয়ারা সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান