নগরীর কোতোয়ালী থানার আমতলের হোটেল সফিনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বহুতল এ ভবনের উপরের দিকের একাধিক ফ্লোরে আগুনে পুড়ে গেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অফিস থেকে জানানো হয় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হোটেলের কেনটিন থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে নন্দনকাননসহ বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি সেখানে ছুটে যায়। রাত ৩ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোতোয়ালী থানার এএসআই নজরুল ইসলাম বলেন, হোটেলের সাত তলার রেস্টুরেন্ট থেকেই আগুন লাগে। যা অন্য ফ্লোরে ছড়িয়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তে শেষে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।