কোতোয়ালীতে ২০০ পরিবারকে পূজার উপহার দিলেন যুবনেতা সাঈদ

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০৮ অপরাহ্ণ

যুবনেতা হুজ্জাতুল ইসলাম সাঈদ-এর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। কতোয়ালী থানার অন্তর্গত সেবক কলোনি, হরিজন সম্প্রদায় এবং জেলে পাড়ার মোট ২০০ পরিবারের হাতে তুলে দেওয়া হয় পূজার উপহার সামগ্রী।

এই বিতরণ কর্মসূচিতে হরিজন, সেবক ও জেলে সম্প্রদায়ের প্রতিটি পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন বস্ত্র, মিষ্টান্ন ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস।

যুবনেতা সাঈদ বলেন, “আমরা চাই সকলে মিলেমিশে এই উৎসবের আনন্দ ভাগ করে নিক। এই সামান্য উপহার আমাদের সম্প্রীতি ও ভালোবাসার বার্তা।” এই মানবিক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো। স্থানীয় বাসিন্দারা এমন সহায়তায় খুশি এবং যুবনেতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধসিডিএর ইমারত নির্মাণ কমিটি ও রিহ্যাব সিডিএ সংক্রান্ত উপদেষ্টা কমিটির মতবিনিময়