কোতোয়ালীতে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৫:৩৫ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর ডাইল বাড়ির মহসিন খানের ছেলে মো. মানিক খান ও একই এলাকার বিসমিল্লাহ কলোনির মো. সিরাজের ছেলে মো. ইউনুছ। বাকলিয়া থানার এসআই মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে নগরীর কোতোয়ালী থেকে মো. মানিক খানকে গ্রেপ্তার করা হয়। পরে চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. ইউনুছকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পটিয়া থানার মামলায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউ-তে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার
পরবর্তী নিবন্ধচকবাজার থানা বিএনপি গণসংযোগ ও পথসভা