নগরীতে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলেন, পটিয়ার আশিয়া গ্রামের নুরুল হুদার ছেলে মো. খুবাইর (৩২) ও ভুজপুর সাদীনগর গ্রামের বাদশা মিয়ার ছেলে হেলাল হোসেন (২৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো উপ অঞ্চলের উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, গতকাল মঙ্গলবার আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে আটক করা হয় মো. খুবাইরকে। তার কাছে দেড় হাজার পিস ইয়াবা পাওয়া যায়। অন্যদিকে কেসি দে রোড থেকে আটক হন হেলাল। তার কাছে ২ হাজার ৯৫০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।