কোতোয়ালীতে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে। গত দুদিনের অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।পুলিশ জানায়, কোতোয়ালী থানার এলাকার দেওয়ানজী পুকুরপাড় এলাকার পরিমল দেব ও সুকৃতি চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অর্থঋণ আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি। একই সঙ্গে টেরিবাজার এলাকার কাটা পাহাড় লেন এলাকার মিল্টন ধরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলার সাজা রয়েছে আদালতের।

পূর্ববর্তী নিবন্ধনুরজাহান তালুকদার
পরবর্তী নিবন্ধচকরিয়ায় রেললাইনে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ