কোতোয়ালীতে মুসল্লিদের সাথে সাইফুল আলমের মতবিনিময়

| বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নগরীর ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডস্থ কোতোয়ালীর মোড় বড় মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময় এবং বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা হাতে তুলে দেন চট্টগ্রাম৯ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিএন্ডএফ এসোসিয়েশন সভাপতি এস এম সাইফুল আলম। পরে সাইফুল আলমের নেতৃত্বে একটি মিছিল কোতোয়ালীর মোড়, দামুয়া পুকুর পাড়, ফিরিঙ্গী বাজার মোড়, ব্রিজঘাট, সুইপার কলোনি, আলকরণ প্রদক্ষিণ করে জিপিও মোড়ে এসে শেষ হয়।

এ সময় এক পথসভায় এস এম সাইফুল আলম বলেন, বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন হলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। বিদেশি বিনিয়োগ বাড়বে, উচ্চ শিক্ষিতদের কর্মসংস্থানের সুযোগ হবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, বিএনপি নেতা নুর উদ্দিন সোহেল, আবদুল হালিম, এম এ হাসনাত, সিরাজুল ইসলাম, আনিছ আহমেদ বাচ্চু, মুজিবুর রহমান, হাজী মোহাম্মদ মহসীন, নুর মোহাম্মদ, রুবেল, রাশেদ, আশ্রাফ, মহসিন, রাজু, জামাল, ইরফান, রানা, মোহাম্মদ আলী, সোবহান, রমজান, আজাদ, শাহনেওয়াজ হাসান, নাছির, ইমরান হোসেন বাপ্পি, হানিফ খান রুবেল, মোহাম্মদ ইদ্রিস, আবু তাহের বাবুল, সাবের প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি সকলকে নিয়ে নিরাপদ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে নারীদের পণ্যের মানোন্নয়নকে প্রাধান্য দিতে হবে