নগরী কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ডজনখানেক মামলার আসামি দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. বায়েজীদ (২৭) ও মোহাম্মদ আরিফ (২৪)। বায়েজীদের বাড়ি কোতোয়ালী থানার বঙিরহাট এলাকার বদরশাহ (রহ.) মাজার সংলগ্ন এলাকায় এবং আরিফের বাড়ি আন্দরকিল্লা বদরপুকুর পাড় এলাকায়।
কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডজনখানেক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, বিস্ফোরক দ্রব্য ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।












