কোতোয়ালীতে ডাকাত চক্রের ৭ সদস্য ধরা, উদ্ধার অস্ত্র

| শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৬:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে একটি সন্ত্রাসী চক্রের দুই প্রধান আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আকারের তিনটি স্টিলের ছোরা ও একটি স্টিলের কাঁচি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড এলাকার রেলওয়ে জামে মসজিদের মূল ফটকের সামনে পাকা সড়কে এই অভিযান চালানো হয়।

সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মো. আবু সাঈদ রানাসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন—মো. আলাউদ্দিন (৩০), রমজান হোসেন রুবেল ওরফে দাইত্যা রুবেল (৩২), মো. জাহাঙ্গীর আলম (৩৫), জাহিদুল ইসলাম (২৭), মো. শান্ত (১৯), মো. মঞ্জুর আলম (৩০) ও মো. শরীফ (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৩, তারিখ-০২/০১/২০২৬ খ্রি., ধারা ৩৯৯/৪০২ দণ্ডবিধি।

গ্রেপ্তার সাতজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আফতাব উদ্দিন জানায়, গ্রেপ্তার প্রত্যেক আসামির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে দস্যুতা মামলার দুই আসামি গ্রেফতার