কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৭ সন্ত্রাসী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ৫:১৮ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতির সময় একটি সন্ত্রাসী চক্রের দুই প্রধানসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আকারের তিনটি স্টিলের ছোরা এবং একটি স্টিলের কাঁচি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকার রেলওয়ে জামে মসজিদের মূল ফটকের সামনে পাকা সড়কে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন মো. আলাউদ্দিন (৩০), রমজান হোসেন রুবেল ওরফে দাইত্যা রুবেল (৩২), মো. জাহাঙ্গীর আলম (৩৫), জাহিদুল ইসলাম (২৭), মো. শান্ত (১৯), মো. মঞ্জুর আলম (৩০), মো. শরীফ (৩০)

ওসি আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তার সাতজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার প্রত্যেক আসামির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর লবণ উৎপাদন কুয়াশায় বাধাগ্রস্ত, দামে হতাশ চাষিরা
পরবর্তী নিবন্ধপ্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে