কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার পাঁচ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ মে, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি স্টিলের ছোরা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর নতুন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোমো. মাইনুদ্দিন ওরফে মাইন (২৫), মো. ইসমাইল (২৮), মো. সাকিব (২৬), মো. ইয়াছিন আরাফাত ওরফে আরাফাত (২২) এবং মো. রাসেল (২০)

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজাদীকে বলেন, স্টেশন রোডের নতুন রেলস্টেশন এলাকার বাস ও ট্রাক পার্কিংয়ের ভেতরে অন্ধকারের মধ্যে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দুষ্কৃতকারী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা রাতে বিআরটিসি, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার এলাকায় চলাচলকারী গাড়ি ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে।

পূর্ববর্তী নিবন্ধকাভার্ড ভ্যানে ‘চলন্ত বোমা’
পরবর্তী নিবন্ধঘটনার দেড় বছর পর বিচার প্রক্রিয়া শুরু