নগরীর কোতোয়ালী থানাধীন মিউনিসিপ্যাল স্কুল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে চারটি ছোরাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলো ৯টি ডাকাতি ও অস্ত্র মামলার আসামি মো. বাবলু, মো. জাহাঙ্গীর, মোহাম্মদ আল আমিন ও ৩ টি ডাকাতি, দস্যুতা ও মাদক মামলার আসামি মো. নয়ন হোসেন হৃদয়। গত মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার এসআই মো. মোমিনুল হাসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।