কোতোয়ালীতে জামায়াত-শিবিরের গোপন বৈঠকে পুলিশের হানা

আটক ৩০

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ১২:০৩ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন কোরবানিগঞ্জের আল বয়ান ও আলিফ রেস্তোরাঁয় জামায়াত-শিবিরের গোপন বৈঠকে অভিযান চালিয়েছে পুলিশ।

আজ সোমবার রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার একটি টিম। এসময় বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করেছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় এক দোকানি জানান, হঠাৎ করে পুলিশ এসে এখানে অভিযান পরিচালনা করে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। ধারণা করছি ৩০ থেকে ৩৫ জনকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে।

যতটুকু জানতে পেরেছি, এখানে জামায়াত-শিবিরের গোপন কোনো বৈঠক চলছিল।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির আজাদীকে বলেন, আল বয়ান ও আলিফ রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী থেকে ট্রাক ছিনতাই ও হেলপার হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলালখান বাজারে আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫