কুরিয়ার সার্ভিসের আত্মসাৎকৃত ৫ লাখ টাকার মোবাইল এক্সেসরিজ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এই ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম (২৭) মুন্সিগঞ্জ জেলা সদরের আশুলির চর বালিয়াকান্দি গ্রামের কামরুল শিকদারের পুত্র।
পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল থেকে ১ মে এ জে আর পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিস নামের প্রতিষ্ঠানের কর্মচারী আসামী মোহাম্মদ রিফাত মিয়া (২০) অজ্ঞাতনামা আসামির সহায়তায় কোতোয়ালী থানাধীন জুবিলী রোড আমতল শাহ আমানত সিটি কর্পোরেশন মার্কেটের নিচ তলাস্থ এ জে আর পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিসের অফিস থেকে অভিনব কায়দায় ৫ লক্ষ টাকার মোবাইল এক্সেসরিজ ভর্তি কার্টন আত্মসাৎ করে।
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা আসামির নাম ঠিকানা ও ছবি সংগ্রহ করে। পলাতক আসামি জহিরুল ইসলামের (২৭) অবস্থান নিশ্চিত করে ২৩ মে বিকাল সাড়ে ৪টায় মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন বানিয়াল আশুলীর চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে সে মোবাইল এক্সেসরিজ আত্মসাতের কথা স্বীকার করে।












