কোতোয়ালী-আগ্রাবাদ যাতায়াতের ভোগান্তি

| শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ, যা শহরের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। প্রতিদিন অসংখ্য কর্মজীবী বিভিন্ন প্রান্ত থেকে এখানে কাজের তাগিদে কিংবা অফিস করতে আসেন। ফলে কর্মস্থলে আসাযাওয়ায় কর্মজীবী নারীপুরুষের গণপরিবহনকেন্দ্রীক নানা ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে কোতোয়ালী এলাকা থেকে আগ্রাবাদে আসা কর্মজীবীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হন।

কারণ, কোতোয়ালী থেকে আগ্রাবাদের পথে চলাচলকারী বড় বাসগুলো অনেক সময় যাত্রী ভর্তি হতে অপেক্ষা করে, আর ভর্তি হওয়ার পর ধীর গতিতে চলাচল করে। এতে কর্মস্থলে পৌঁছাতে প্রচুর সময় অপচয় হয়। উপরন্তু, এই বাসগুলো রাস্তার একাংশ জুড়ে যানজট সৃষ্টি করে, যা পথচারী ও যাত্রী উভয়ের জন্যই দুর্ভোগ ডেকে আনে।

সুতরাং, এই পরিস্থিতি মোকাবিলায় বড় বাসগুলোর পরিবর্তে ‘টেম্পো সার্ভিস’ চালু করা একটি কার্যকর সমাধান হতে পারে। স্বল্পদৈর্ঘ্যের টেম্পোগুলো দ্রুত যাত্রী পরিবহন করতে সক্ষম, যা কর্মজীবীদের সময় বাঁচাবে এবং জীবনযাত্রাকে আরও সহজ করবে। অতএব, এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

আদ্রিতা মুৎসুদ্দী অংশী

শিক্ষার্থী,

দশম শ্রেণি

সেন্ট স্কলাস্টিকাস গার্লস হাই স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধবইমেলা পাঠকের জন্য অপার সুযোগ