কোতোয়ালীর হোটেল থেকে ১২ নারী-পুরুষ আটক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন রঙ্গম কমিউনিটি সেন্টার গলির ক্যামেলিয়া আবাসিক হোটেল থেকে ১২ জন নারীপুরুষকে আটক করেছে পুলিশ। অসামাজিক কার্যকালাপের অভিযোগে আটককৃতদের মধ্যে রয়েছেন ৫ জন মহিলা ও ৭ জন পুরুষ।

গতকাল বুধবার রাতে তাদের আটক করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ক্যামেলিয়া আবাসিক হোটেল থেকে ১২ জন নারীপুরুষকে আটক করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত তারা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধজাহানারা বেগম
পরবর্তী নিবন্ধআজ শহীদ মুরিদুল আলমের ৫১তম মৃত্যুবার্ষিকী