কোতোয়ালীতে সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগকর্মীসহ গ্রেপ্তার তিন

হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলা

আজাদী প্রতিদিন | রবিবার , ১১ মে, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে সাবেক এক পৌর কাউন্সিলরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নুরুল বাশার প্রকাশ নওশাদ, যুবলীগ কর্মী মো. তাজুল চৌধুরী ও মহিউদ্দিন মো. আলমগীর।

পুলিশ জানায়, নওশাদ গত বছরের ৩ অক্টোবর কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি। আর তাজুল একই বছরের ৪ নভেম্বর দায়ের হওয়া হত্যাচেষ্টা এবং মহিউদ্দিন ২৩ সেপ্টেম্বর দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলার আসামি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমেরিন একাডেমী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন
পরবর্তী নিবন্ধজেলা রোভারের মাল্টিপারপাস ওয়ার্কশপ সম্পন্ন