নগরীর কোতোয়ালীতে একটি ব্যাচেলর বাসা থেকে জুয়া খেলা অবস্থায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ ২ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে আসাদগঞ্জ রোলিং মিল গলির একটি ভবনে এ অভিযান চালায় পুলিশ।
গ্রেপ্তাররা হলেন– মো. মিলন (৩৮), মো. মামুন (৩৪), আমির হোসেন (৪০), মো. এবায়দুল (৪০), অলি উদ্দিন (৪০), মো. হারুন (৩৫), বাবুল (৪০), আক্তার হোসেন (২৮), মো. সোহেল (২৫), কামাল হোসেন (৪০), মো. সুজন (২২), ইমাম হোসেন (৪০), আবু কালাম (৫৩), আলাউদ্দিন (৪০), বাহা উদ্দিন (২৫), মো. জাহাঙ্গীর (৫০), শাহ আলম (৪০), মো. সুমন (২৫), আব্বাস দালাল (৪০) ও মো. জসিম (২৫)। কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসামিরা চট্টগ্রাম মহানগর অধ্যাদেশের ৯৪ ধারার অপরাধ করায় তাদেরকে একই আইনের ১০৩ ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে থানার উপ–পরিদর্শক রুবেল বড়ুয়া বাদী হয়ে একটি মামলা করেন।