কোতোয়ালীতে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ-যুবলীগের তিন কর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৫:১৪ পূর্বাহ্ণ

নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে বিস্ফোরক আইনে হওয়া মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১১টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তাররা হলেন, মো. ইমন (১৯), টিংকু সেন (৩৭) ও মো. তারেক (৩৭)

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধেই বিস্ফোরক আইনসহ বিভিন্ন ধারায় কোতোয়ালী থানায় দায়ের হওয়া পূর্বের মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবী তালিকাভুক্তি এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৩২৫৮
পরবর্তী নিবন্ধচিকিৎসা সেবার মানোন্নয়নে আর্কের ২ দিনব্যাপী কর্মশালা সম্পন্ন