নগরীর নিউ মার্কেট এলাকায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৩৫১ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মঈন উদ্দিন রাজীব (৪০) নামের এক ব্যক্তি এ মামলা দায়ের করেন। তিনি এজাহারে নিজেকে মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি এবং বর্তমানে আন্দরকিল্লা ওয়ার্ড যুবদলের আহ্বায়ক উল্লেখ করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করেন। মামলায় অন্য আসামিরা হলেন– সাবেক সংসদ সদস্য এম এ লতিফ, মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাবেক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, ইসলামিয়া কলেজের সাবেক ভিপি খলিলুর রহমান নাহিদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাবেক লীগের সহ সভাপতি মনোয়ার জাহান মনি, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিটু দাশ বাবলু, ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটনসহ ৩৫১ জন। বাকিরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতিতে জড়িত।