কোতোয়ালীতে টেম্পু উল্টে কলেজ ছাত্র নিহত

জে. জাহেদ, নিজস্ব প্রতিবেদক | বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ১০:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রহমতগঞ্জ সড়কে টেম্পু উল্টে মো. শাহরিয়ার ইসলাম (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪ টার দিকে রহমতগঞ্জ আব্দুস সাত্তার সড়কে চকবাজারগামী ওই টেম্পু উল্টে যায়। এতেই নিহতের ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাহবুব আলম খান ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী।

নিহত শাহরিয়ারের স্থায়ী ঠিকানা বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ হলেও থাকেন নগরীর রিয়াজউদ্দিন বাজার বানিয়াটিলার বাবুল সরকারের বিল্ডিংয়ো। তাঁর পিতার নাম নজরুল ইসলাম।

নিহত শাহরিয়ার ইসলাম চট্টগ্রাম ইসলামিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে আন্দরকিল্লা মোড় থেকে টেম্পু যোগে রহমতগঞ্জ সড়ক হয়ে চকবাজারে যাচ্ছিলেন নিহত শাহরিয়ার। টেম্পুটির সামনে সিটে ড্রাইভারের পাশে বসা ছিলেন তিনি। কিন্তু কিছুদূর যাবার পর এ সড়কের বরতাকিয়া পৌঁছতেই টেম্পুটি (চট্টমেট্টো-ফ ১১-০৩৫২) হঠাৎ উল্টে যায়।

ড্রাইভার তাৎক্ষণিক পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ওসি মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে আদালতের আদেশে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও থানার তরুয়া হত্যা মামলায় কর্ণফুলীর সোহেল কারাগারে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের খুলশীতে সজিব জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড