কোতোয়ালীতে গাঁজাসহ রোহিঙ্গা ধরা

আজাদী অনলাইন | শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৩:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ২০ কেজি গাঁজাসহ মো. শাকের (৩২) নামের এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার মধ্যরাত ২টার দিকে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতার শাকের কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মৌছনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. হোসেনের ছেলে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি এম ওবায়দুল হক দৈনিক আজাদীকে বলেন, নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় কিছু গাঁজা নিয়ে এক রোহিঙ্গা যুবক অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ শাকের নামে ঐ রোহিঙ্গা যুবককে গ্রেফতার সক্ষম হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডাবের পানি খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ, পুলিশের জালে প্রধান অভিযুক্ত
পরবর্তী নিবন্ধনা ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর