প্রিয় নবী হযরত মোহাম্মদ (দ.) এর দৌহিত্র হযরত মওলা ইমাম হাসান (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নগরীর কোতোয়ালীস্থ হযরত সুন্দর আলী শাহের মাজার আঙিনায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আনজুমানে মুহিব্বীনে আহলে বায়ত (আ.) বাংলাদেশের মিডিয়া সেল প্রধান শাহ মিডুর ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের পীর হযরত আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (ম.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফিতত্ত্ব গবেষণা ও মানবকল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক হাকিম মওলানা মোহম্মদ ইকবাল ইউসূফ, সাংবাদিক এম আলী হোসাইন ও চট্টগ্রাম ওয়াইসিয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার প্রিন্সিপাল কাজী মৌলানা মোহাম্মদ আবু সালেহ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন শাহজাদা সোলতানুল আলম খোকন, শাহজাদা সৈয়দ সাইফুল আলম নাইডু, খলিফা মো. নাজিম, রাব্বি, ইফতি প্রমুখ। এদিকে এই দিনে বোয়ালখালীতে চট্টগ্রাম দরবার শরীফে ফাতেহা, সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসায় মাহফিল ও সীতাকুণ্ড খানকায় বিশেষ আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












