কোতোয়ালি থানা ছাত্রদলের উদ্যোগে সদস্য সচিব আবু সুলতান সানির সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মেহেদী হাসান দীপুর পরিচালনায় সন্ত্রাস ও মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্প্রতি অনুষ্ঠিত। বিক্ষোভ মিছিলটি এনায়েত বাজার, রেয়াজউদ্দিন বাজার, লাভলেইন হয়ে সিআরবিতে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজাদ কবির, সদস্য ফারিব খান, মোজাম্মেল হক ইয়ামিন, আরমান, সাজ্জাদ, রিহাব,রানা, টিপু, জিসান, ইব্রাহিম, সাঈদ,নোমান, অপু, সাইদুল, সাদ্দাম হোসেন জিকু, আফতাব হোসেন শিবলু, মো. হেলাল, আসিফ, মোহাম্মদ সায়েম, সাব্বির, মো. সোহেল, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ সাজু, শাকিব, লিমন,ইমন রিয়াজ, তমাল, শুভ, আরাফাত, আলমগীর,মইদ্দিন, মাহি,ইমরান, দৌলত আসিফ, সাগর, ইমন, মইনুল, বাবলু,রিয়াদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেশ ও জাতি গঠনে ছাত্রদের এগিয়ে আসার এইতো সময়,একটি সন্ত্রাস ও মাদক মুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে আমাদের সকলের এগিয়ে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












