কোডেকের শিশু সুরক্ষা কার্যক্রম কমিটির সভা

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

ইউনিসেফের অর্থায়নে চসিকের সার্বিক সহযোগিতায় কোডেকের আর্বান শিশু সুরক্ষা কমিটির সভা ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ও কোডেক আর্বান শিশু সুরক্ষা কমিটির সভাপতি চৌধুরী হাসান মাহমুদ হাসনী। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য পেয়ার মোহাম্মদ, কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, প্রজেক্ট সমন্বয়কারী জুলি বড়ুয়া, প্রজেক্ট ম্যানেজার টুম্পা চৌধুরী, ওয়ার্ড সচিব মোতাহের হোসেন চৌধুরী, আব্দুল্লাহ আল হারুন, আবদুল্লাহ আল নোমান, মো. শহীদ, মো. খোরশেদ, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার, মো. শাহরিয়ার শওকত, মো. ইসতিয়াক প্রমুখ। প্রধান অতিথি বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষৎ। তাই ভবিষৎ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবধরনের সুরক্ষা প্রদান করা এবং তাদের সকল মৌলিক অধিকার পূরন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের উচিত প্রধান মন্ত্রীর সকল উদ্যেগের মত এই শিশু সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্বারোপ করা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুস্থদের মাঝে ভ্যান ও সেলাই মেশিন প্রদান
পরবর্তী নিবন্ধলায়ন্স জেলার সিলভার জুবিলি উদযাপন কমিটির প্রস্তুতি সভা