কোটি টাকা আমানতের হিসাব কমেছে

| বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩৭ পূর্বাহ্ণ

দেশে কোটি টাকার বেশি জমা রাখা ব্যাংক হিসাবের সংখ্যা কমেছে; সেপ্টেম্বর প্রান্তিক শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৬১টি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, ব্যক্তি পর্যায়ের এসব ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ আগের জুন প্রান্তিকের চেয়ে কমেছে মোট ৮ হাজার ৯২৩ কোটি টাকা। গতকাল মঙ্গলবার ‘ব্যাংকিং স্ট্যাটিসটিকস’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে সব ধরনের ব্যাংক হিসাবের ক্ষেত্রেই একই প্রবণতার তথ্য উঠে এসেছে। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, দেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই মূলত কোটিপতি আমানতের হিসাবের এ সংখ্যায় এমন পরিবর্তন এসেছে। খবর বিডিনিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর প্রান্তিকে কোটি টাকা আমানত থাকা ব্যক্তি পর্যায়ের ব্যাংক হিসাবের সংখ্যা আগের প্রান্তিকের (জুন) চেয়ে ৬২০টি কমেছে। এ ধরনের হিসাবে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ হাজার ৩৮৫ কোটি টাকা। জুন প্রান্তিকে এ ধরনের ব্যাংক হিসাবের সংখ্যা ছিল ৩৪ হাজার ৪৮১টি। তখন আমানতের পরিমাণ ছিল ৯২ হাজার ৩০৮ কোটি টাকা।

পূর্ববর্তী নিবন্ধকাছে কী মিলল সিরিয়ার কুখ্যাত কারাগারে
পরবর্তী নিবন্ধঅগাস্ট-অক্টোবরে সংখ্যালঘু সংক্রান্ত ঘটনায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০