খাগড়াছড়ির রামগড়ে বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ –বিজিবি। গতকাল রোববার সকালে সংস্থাটির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি ৪৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, ‘শনিবার বিকেলে বাংলাদেশের খেদা ব্রিজ এলাকা দিয়ে ভারত থেকে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। টহল দল ঘটনাস্থলে তল্লাশি করে ৩২০টি ভারতীয় ১৪টি কোম্পানির মোবাইল জব্দ করে। জব্দকৃত মোবাইলের সিজার মূল্য প্রায় ১ কোটি টাকা। জব্দকৃত এসব মোবাইল সীতাকুণ্ড কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’











