নগরীর পাঁচলাইশ থানায় ‘ভবন নির্মাণ করতে হলে কোটি টাকা দিতে হবে’ অভিযোগে দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুসহ ছয় আসামিকে খালাস দিয়েছেন আদালত। বাকিরা হলেন, নগর ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক আবু নাছের চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য এটিএম মঞ্জুরুল ইসলাম, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম নাজমুল আহসান, যুবলীগকর্মী ইদ্রিস মিয়া ও ইমরান হোসেন। গতকাল চট্টগ্রামের সপ্তম মহানগর দায়রা জজ শামছুল আরেফীন এই আদেশ দেন। মহানগর পিপি আব্দুর রশিদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় শুধু বাদী সাক্ষ্য দিয়েছেন। অন্যান্য সাক্ষীদের তিনি হাজির করেননি। এছাড়া তিনি মামলা চালাবেন বলেও আদালতকে জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় যুক্তিতর্ক শেষে মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে মামলার ছয় আসামিকে খালাস দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি বন্ধন নাথ নামের এক ব্যক্তি পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেছিলেন। মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালে বন্ধন নাথ পাঁচলাইশের পূর্ব নাসিরাবাদে একটি পুরনো ভবন ক্রয় করেন। ২০১৬ সালে সেটি ভেঙে নতুন ভবন করার জন্য একটি ডেভেলপার প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন। এরই ধারাবাহিকতায় কাজ শুরু হলে এতে বাধা দেয় দেবাশীষ নাথ দেবু ও তার সহযোগীরা। বন্ধন নাথকে জানিয়ে দেওয়া হয় ভবন করতে হলে দিতে হবে ১ কোটি টাকা। অস্বীকৃতি জানালে মারধরের পাশাপাশি তার ওপর গুলি চালানো হয়। কোনো উপায় খুঁজে না পেয়ে ৭০ লাখ টাকা সন্ত্রাসীদের কাছে হস্তান্তর করেন উল্লেখ করে বন্ধন নাথ এজাহারে বলেন, পরে ২০১৮ সালে ফের ৩০ লাখ টাকা চেয়ে বসে একই গ্রুপ। চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে ভবন নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। আদালত সূত্র জানায়, বন্ধন নাথের মামলাটির তদন্ত কার্যক্রম শেষ করে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর দেবুসহ ছয় জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর ২০২২ সালের ২১ আগস্ট তাদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।