‘ব্যাংকে কোটিপতি হিসাবধারীর সংখ্যা বাড়ছে’ বাংলাদেশ ব্যাংকের এমন প্রতিবেদনের ব্যাখ্যায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অনেকদিন ধরে বাড়িতে লুকিয়ে রাখা টাকা এখন ব্যাংকে জমা পড়ছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন। রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশের ব্যাংক খাতে কোটিপতি গ্রাহকের সংখ্যা চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে ৫ হাজার ৯৭৪টি বেড়েছে। তৃতীয় প্রান্তিকে কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ৭৩৪টি।
বর্তমান পরিস্থিতিতে যেখানে দুর্নীতি কমার কথা, সেখানে ব্যাংকে কোটিপতি অ্যাকাউন্ট সংখ্যা বাড়ার কারণ কী? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, এটা হতে পারে অনেকদিন ধরে লুকিয়ে–টুকিয়ে রাখছিল বাড়ির ভেতরে, এখন ব্যাংকে জমা দিচ্ছে। টাকা–পয়সা যে নেই লোকজনের কাছে, এমনটা নয়। খবর বিডিনিউজের।
আরেক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, তফসিল ঘোষণার পরও কেনাকাটাসহ সরকারের অন্যান্য কাজ চলমান থাকবে। তবে নির্বাচনকে প্রভাবিত করে–এমন কাজ বন্ধ থাকবে। নির্বাচনের শিডিউল ঘোষণ হলে সব বন্ধ হয়ে যাবে–এটা হয় না। আমাদের শুধু নির্বাচনকে প্রত্যক্ষভাবে ইনফ্লুয়েন্স (প্রভাবিত করা) যেটা করে, সেটা আমরা করতে পারব না।
তফসিল হলে রোজার আগে কেনা–কাটা অব্যাহত থাকবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার তিন মাস যখন ছিল, সব বন্ধ হয়ে গেছিল নাকি? এক মাস ওদের প্রস্তুতি, দুই মাসের মধ্যে করেছে। ব্যাংকিং রেজুলেশন আইন কি বন্ধ রাখবো নাকি? ওটার সঙ্গে নির্বাচনের কী সম্পর্ক? পাঁচটা ব্যাংক এক হবে, নয়টা এনবিএফআই (লিজিং কোম্পানি) এক হবে। ওগুলো তো বন্ধ থাকবে না।
তাহলে কি অধ্যাদেশও জারি হবে? এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, অধ্যাদেশের ব্যাপারে আমরা এখন জানি না, নতুন কোনো অধ্যাদেশের ব্যাপার এখন নাই।












