কোটিপতি কঙ্গনার কাছে সাহায্যের আবেদন রাখির

| শনিবার , ১ মে, ২০২১ at ৮:১৮ পূর্বাহ্ণ

ভারতের ভয়াবহ করোনা মহামারিতে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেক বলিউড তারকাই। এবার এই দুঃসময়ে ‘বলিউড কুইন’ কঙ্গনা রনৌতকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে দুস্থদের সাহায্য করার আবেদন জানালেন ‘কন্ট্রোভার্সি কুইন’ রাখি সাওয়ান্ত। হঠাৎ করেই পাপারাজ্জিদের মুখোমুখি হয়েছিলেন রাখি। তারপর তাদের সামনে এমনটাই দাবি করেন তিনি। রাখি বলেন, ‘অঙিজেন পাওয়া যাচ্ছে না। কঙ্গনাজি আপনি দেশের সেবা করুন না, দয়া করে। এত কোটি রুপি আপনার কাছে আছে। অঙিজেন কিনুন আর লোকের মধ্যে বিতরণ করুন।’
উল্লেখ্য, ভারতে ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। বলিউডের বেশ কয়েকজন তারকা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে করোনার জন্য, সংস্থানে অনুদান করার জন্য আবেদন করেছেন। এর মধ্যে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, তাপসী পান্নু এবং দিয়া মির্জা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশুভেচ্ছায় ভাসছেন মনোজ-মৌ
পরবর্তী নিবন্ধআলমগীর বললেন, সুস্থ আছি