কোটা সম্পূর্ণ বাদ বা বহাল দুটোই অযৌক্তিক : ছাত্র ইউনিয়ন

| বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৯:৫৪ পূর্বাহ্ণ

কোটা প্রথার যৌক্তিক সংস্কার চেয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের উদ্যেগে গতকাল বুধবার বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি টিকলু কুমার দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভ দেব নাথের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সহসভাপতি অয়ন সেন গুপ্ত, সাংগঠনিক সম্পাদক এস এম নাবিল, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক সৌমেন দাশ। সমাবেশে সংহতি বক্তব্য রাখেন চট্টগ্রাম যুব ইউনিয়নের সহসভাপতি প্রীতম দাশ এবং চট্টগ্রাম মহানগর পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি লামিও মারমা। এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি সুদীপ্ত চাকমা।

সমাবেশ বক্তারা বলেন, বর্তমানে যে কোটা প্রথা রয়েছে তা সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া অথবা সম্পূর্ণ বহাল রাখা দুটো ব্যাপারই অযৌক্তিক। দীর্ঘদিন থেকে রাষ্ট্রের সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুলেছিল। কিন্তু সরকার ২০১৮ সালে কোটা পদ্ধতির সংস্কার না করে কোটা বাদ দেয় যা সংকটকে আরও গভীর করে তোলে। ৫ জুন হাইকোর্ট কোটা পুনর্বহালের সিদ্ধান্ত দিলে ছাত্র সমাজ আন্দোলনে সামিল হন। আজ (১০ জুলাই) হাইকোর্ট কোটা স্থগিত রেখে ৪ সপ্তাহ পরে প্রজ্ঞাপন জারি করবেন বলে জানালেন। এতে ছাত্র ইউনিয়ন এবং চলমান আন্দোলনে ছাত্র সমাজ ক্ষুব্ধ। কোটা সংস্কারের দিকে না আগালে ছাত্র ইউনিয়ন তীব্র আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাই লোকনাথ ধামে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধমীরসরাই ট্রাজেডির ১৩তম বার্ষিকী আজ