কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়াতের নাশকতা নজিরবিহীন

উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভায় এমপি মোতালেব

| মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:৩৭ পূর্বাহ্ণ

সংসদ সদস্য আব্দুল মোতালেব বলেছেন, দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা যে হামলা চালিয়েছে তা নজিরবিহীন। যারা সরকারি সম্পত্তি ধ্বংস করে উন্নয়ন কার্যক্রম ব্যাহত করেছে তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসা হবে। মাত্র কিছুদিন পূর্বে জাতীয় বাজেট ঘোষনা করা হয়েছে, যা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুস্পষ্ট রূপরেখা সম্বলিত। কিন্তু নাশকতাকারীরা এই দেশের অর্থনীতির ৮০ হাজার কোটি টাকার ক্ষতি করেছে। তারা অগ্নিসংযোগ করেছে মেট্রোরেলে ও রাষ্ট্রীয় সম্পদে। এখন সময় এসেছে যারা অগ্নিসংযোগকারী, দেশের শত্রু তাদেরকে চিহ্নিত করে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আঞ্জুমান আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, পরিদর্শক (তদন্ত) আতাউল হক, ডা. আ ম ম. মিনহাজুর রহমান, চেয়ারম্যান আবু সালেহ, সেলিম উদ্দীন,রমজান আলী, তাপস দত্ত, ওসমান আলী, মাহবুব শিকদার, নাসির উদ্দীন টিপু মোজাম্মেল হক, জসিম উদ্দিন,মোরশেদুল আলম চৌধুরী, রিদোয়ানুল হক সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল শিশু স্বাস্থ্য বিভাগে সংবর্ধনা
পরবর্তী নিবন্ধতিন দিন পর আহত এক ভাইয়ের মৃত্যু