কোটা: রাতে ঢাবির হলে বিক্ষোভ, মিছিল নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীরা

| সোমবার , ১৫ জুলাই, ২০২৪ at ৯:০৮ পূর্বাহ্ণ

কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। গতকাল রাত ১০টার পর ছেলে ও মেয়েদের বিভিন্ন হলে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। পরে রাত ১১টার দিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়ে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। খবর বিডিনিউজের।

চীন সফরের বিষয় তুলে ধরতে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এটা আমার দেশবাসীর কাছে প্রশ্ন।’

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার রাত ১০টার পর বিভিন্ন হলে থালাবাটি বাজিয়ে সমস্বরে ‘তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার’ স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এরপর রাত ১১টার দিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন বিক্ষোভকারীদের অনেকে। হাজী মুহাম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল, মাস্টার দা সূর্যসেন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও রোকেয়া হলসহ বেশ কয়েকটি হল থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধচবিতে রাতে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভে হামলার অভিযোগ