কোটা পুনর্বহাল ও মুক্তিযোদ্ধাদের সুরক্ষা আইন প্রণয়ন দাবি

চন্দনাইশে মানববন্ধন

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২ জুলাই, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

৩০ শতাংশ কোটা পুর্নবহাল, মুক্তিযোদ্ধাদের সুরক্ষা আইন প্রণয়নসহ মুক্তিযোদ্ধা বিষয়ক সকল প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়োগ প্রদানের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, চন্দনাইশ উপজেলা সংসদ।

গত ৩০ জুন উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু।

বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অধ্যক্ষ রতন কুমার নাথ, আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান মোরশেদুল আলম চৌধুরী, সবিল নাথ, এসএম মাহাবুব, সম্রাট চৌধুরী, কাজী মফিজ, রবিউল হোসেন, মাস্টার মো. ইদ্রিচ, সাহেদ চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় গোয়ালের তালা ভেঙে ৪ গরু চুরি
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা