কোটা আন্দোলন ঘিরে ৬৫ শিশুর মৃত্যু : ইউনিসেফ

| রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দমনের সময় ৬৫ জনেরও বেশি শিশুর মৃত্যু হওয়ার তথ্য দিয়েছে জাতিসংঘ শিশু তহবিলইউনিসেফ। শুক্রবার ইউনিসেফের বরাত দিয়ে এক বিবৃতিতে এ কথা বলেছে শিশুদের বিরুদ্ধে সহিংসতাবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি নাজাত মাল্লা মজিদ। ১ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ১৫ জুলাই সহিংস হয়ে ওঠে। ১৬ জুলাইয়ে প্রাণহানির পর সেই ধারা চলতে থাকে ৫ অগাস্ট সরকার পতন ও পতনপরবর্তী কয়েক দিন। খবর বিডিনিউজের।

বিবৃতিতে মাল্লা মজিদ বলেন, সবশেষ যাচাইকৃত তথ্য অনুযায়ী বাংলাদেশে শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ বিক্ষোভ’ দমনে ৬৫ জনেরও বেশি শিশু নিহত হয়েছে।বাংলাদেশের তরুণ ও শিশুরা সামপ্রতিক বিক্ষোভের অগ্রভাগে ছিল। তারা অনেক কিছু অর্জন করেছে কিন্তু এর জন্য তারা বিশাল মূল্যও দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখালে গরু পার করাতে গিয়ে স্রোতে ভেসে গেল যুবক
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ির সাথে সারা দেশের যান চলাচল বন্ধ ছিল পাঁচ ঘণ্টা