বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তিনি থাকছেন। শুরুতে স্বল্পমেয়াদে যুক্ত হলেও তার কাজে সন্তুষ্ট হয়ে দীর্ঘমেয়াদে দায়িত্ব দিয়েছে বোর্ড। নতুন চুক্তি অনুযায়ী প্রতি মাসে তিনি বেতন পাবেন প্রায় ১০ লাখ টাকা, যা আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। ২০২৪ সালের শেষে আরব আমিরাত সফর দিয়ে জাতীয় দলে ফেরেন সালাউদ্দিন। বিসিবির ৩০ জুনের বোর্ড সভায় তার নতুন চুক্তির অনুমোদন দেওয়া হয়। চুক্তিতে সিরিজ ও সফরকালীন সুযোগ–সুবিধাসহ বছরে ৪০ দিনের ছুটির ব্যবস্থাও রয়েছে। সালাউদ্দিনের বেতন নির্ধারণ করেছিলেন তৎকালীন সভাপতি ফারুক আহমেদ। ৭ লাখ থেকে সর্বোচ্চ ৮ লাখ টাকার মধ্যে পেতেন সালাউদ্দিন। এবার সেটি বেড়ে হয়েছে ৯ লাখ ৬১ হাজার টাকা। প্রায় ১০ লাখ টাকা বেতনের সঙ্গে দলের সিরিজ ও সফরকালীন সুযোগ–সুবিধা পাবেন এই কোচ।