কোচ বিহারে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, গুলিতে নিহত ৫

পশ্চিমবঙ্গে ভোট

| রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৭:০৮ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা ভোটগ্রহণের দিন গতকাল শনিবার কোচ বিহারে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষে এক ভোটারসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তৃণমূল কংগ্রেস নিহত পাঁচজনকে তাদের কর্মী বলে দাবি করেছে বলে জানায় এনডিটিভি। এনডিটিভি জানায়, কোচ বিহারের মাথাভাঙা শহরে বিজেপি-তৃণমূল সংঘর্ষের সময় ভোটকেন্দ্র লক্ষ্য করেও গুলি চালানো হয়। সেখানে চারজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। খবর বিডিনিউিজের।
তার আগে, কোচ বিহারের শীতলকুচিতে ভোটের দিন সকালেই সংঘর্ষ বেঁধে গেলে ভোটের লাইনে দাঁড়ানো এক ভোটার গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানায় কলকাতার দৈনিক আনন্দবাজার। শীতলকুচির জোড়পাটকিতে একটি ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। পুরো ঘটনায় ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর (সিএপিএফ) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানায় আনন্দবাজার। তৃণমূলকর্মীদের অভিযোগ, সিআরপিএফ বিজেপির হয়ে কাজ করছে। এদিন গুলিবিদ্ধ আরো চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নির্বাচন কমিশন থেকে কোচ বিহারে ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনার বিষয়ে পূর্ণ প্রতিবেদন চাওয়া হয়েছে। গতকাল শনিবার চতুর্থ দফায় হাওড়া, আলীপুরদুয়ার, কোচ বিচার এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার ৪৪টি আসনে ভোট গ্রহণ চলছে। এদিন প্রায় ১৬ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন প্রায় ৮০ হাজার সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ) মোতায়েন করেছে।

পূর্ববর্তী নিবন্ধইরানে করোনার চতুর্থ ঢেউ রুখতে ১০ দিনের লকডাউন
পরবর্তী নিবন্ধমিয়ানমারে জান্তাবিরোধী বাহিনীর হামলায় ১০ পুলিশ নিহত