কোচ ও ক্রিকেটার হিসেবে যারা আইসিসি ট্রফি জিতলেন

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১১ মার্চ, ২০২৫ at ১১:২৯ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডকে হারিয়ে রোববার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে ভারত। আর কোচ হিসেবে এটিই প্রথম আইসিসি ট্রফি গৌতম গম্ভীরের জন্য। খেলোয়াড় হিসেবেও আইসিসি ট্রফি জেতার রেকর্ড রয়েছে তার। ২০০৭ টিটোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপে জিতেছিলেন তিনি। গম্ভীরের মতো এই রেকর্ড রয়েছে রাহুল দ্রাবিড়েরও। ২০০২ সালে ক্রিকেটার হিসাবে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিলেন তিনি। সেবার ভারত ও শ্রীলংকাকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। আর কোচ হিসেবে ২০২৪ সালে টিটোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন এই ক্রিকেটার। গম্ভীর ও দ্রাবিড় ছাড়াও এই রেকর্ড রয়েছে আরও তিন জনের। ১৯৯৯ ও ২০০৩ সালে অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসাবে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন ড্যারেন লেহম্যান। পরে কোচ হিসাবে ২০১৫ সালে অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন লেহম্যান। অস্ট্রেলিয়ার আর এক সাবেক ক্রিকেটার জিওফ মার্শ ১৯৮৭ সালে খেলোয়াড় ও ১৯৯৯ সালে কোচ হিসাবে এক দিনের বিশ্বকাপ জিতেছিলেন। তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার গ্যারি কার্স্টেনও। ১৯৯৮ সালে ক্রিকেটার হিসাবে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিলেন তিনি। পরে ২০১১ সালে ভারতের কোচ হিসাবে এক দিনের বিশ্বকাপ জিতেছিলেন কার্স্টেন।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন হয়ে ২৯ কোটির বেশি টাকা পেয়েছে রোহিত-কোহলিরা
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ