বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন। ক্যারিয়ারের প্রায় শেষ লগ্নে এই দেশ সেরা ফুটবল তারকা। ফুটবল ক্যারিয়ার শেষ করে হয়তো কোচিংয়ে নামবেন। অবশ্য সাবেক জাতীয় তারকাদের অনেকেই এখন কোচিংকে পেশা হিসেবে নিয়েছেন। সে পথেই বোধহয় পা বাড়াতে যাচ্ছেন চট্টগ্রামের ছেলে মামুন। শুধু মামুন নন চট্টগ্রামের আরো তিন ফুটবলার এই কোর্সে অংশ নিয়েছেন। তারা হলেন সাহেদুল আলম সোহেল, জাহিদ পারভেজ ও নাসিরুদ্দিন চৌধুরী। সচরাচর খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শেষ করার পর কোচিং এর প্রশিক্ষন নিয়ে থাকেন ফুটবলাররা। কিন্তু এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন একদম নতুন একটি উদ্যোগ নিয়েছে। অবশ্য এই উদ্যেগটি ব্যতিক্রমও। কেবল সাবেক ফুটবলাররাই কোচিং শিখবেন তা নয়, কোচিংয়ের দীক্ষা নেবেন খেলা চালিয়ে যাওয়া ফুটবলারারও। এই নতুন কর্মসূচি বাফুফে শুরু করেছে এএফসির সম্পৃক্ততায়। গতকাল বৃহস্পতিবার বাফুফে ভবনে উদ্বোধন হয়েছে এএফসি এলিট প্লেয়ার এলিট কোচ প্রোগ্রাম। যা চলবে ডিসেম্বর পর্যন্ত। এই কোর্সের লক্ষ্য জাতীয় দলের সাবেক ও বর্তমান ফুটবলাররা যাতে ভবিষ্যতে ফুটবল কোচিংয়ের সঙ্গে সম্পৃক্ততা রাখেন পারেন। বাফুফের প্রথম এই কোর্সে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ও সাবেক দশ ফুটবলার। এই কোর্সে অংশ নেওয়ার প্রধান শর্ত জাতীয় দলের হয়ে অন্তত একটি ম্যাচ খেলা। এই কোচেস কোর্সের উদ্বোধনী দিনে অংশ নিয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, আশরাফুল ইসলাম রানা, মামুনুল ইসলাম, ওয়ালি ফয়সাল, তৌহিদুল আলম সবুজ, সাহেদুল আলম, ফয়সাল মাহবুব ও দিদারুল হক। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন জাহিদ পারভেজ ও নাসিরুদ্দিন চৌধুরী। এই কোর্স সম্পন্ন করতে পারলে পেশাদার ক্যারিয়ার শেষে কোচিং পেশায় যুক্ত হওয়ার সুযোগ থাকছে এসব ফুটবলারের সামনে। সেই সঙ্গে মাঠের খেলায়ও সাহায্য করবে বলে মনে করেন এইসব ফুটবলাররা। তারা বলেন এই কোর্স আমাদের জন্য কাজে দিবে। মাঠের খেলায় তো সাহায্য করবেই পাশাপাশি খেলা ছাড়ার পরে কোনো ক্লাবে কোচিং করাতে পারব। প্রথম দিন বেশ ভালো লেগেছে বলে জানিয়েছেন ফুটবলাররা। যদিও অধিকাংশ সময় অনলাইনে হবে কোর্সের ক্লাশ সমুহ। মামুনুল ইসলাম জানিয়েছেন এ ধরনের সুযোগ আমাদের পরবর্তী ক্যারিয়ার গঠনে বড় ভুমিকা রাখবে। মাঠে দাপটের সাথে খেলা এই ফুটবলার বলেন একজন ফুটবলারের যখন খেলার পাশাপাশি কোচিং এর খুটিনাটি গুলো জানা থাকে তখন তা নানা ক্ষেত্রে কাজে লাগে। তাই এধরনের কোচিং ফুটবলারদের একটি ভবিষ্যত ক্যারিয়ারের রাস্তাও তৈরি করে দেবে।