কোকো স্মৃতি সংসদের জয় চকবাজার-ফতেয়াবাদ ড্র

জিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্ট

| মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

জিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনে জয় পেয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ। অন্য খেলায় পয়েন্ট ভাগাভাগি করেছে চকবাজার স্পোর্টিং ক্লাব এবং ফতেয়াবাদ ৯৬ স্কুল ব্যাচ। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম খেলায় অংশ নেয় চকবাজার স্পোর্টিং ক্লাব এবং ফতেয়াবাদ ৯৬ স্কুল ব্যাচ। খেলাটি ০০ গোলে ড্র হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ফতেয়াবাদ ৯৬ স্কুল ব্যাচ দলের খেলোয়াড় মেহেদী হাসান। তার হাতে পুরস্কার তুলে দেন চাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন বাদল, সাবেক খেলোয়াড় আরিফুল ইসলাম পিন্‌ছু ও চট্টগ্রাম জেলা দলের কোচ নাজিমুদ্দিন নাজু।

একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ১০ গোলে আরমান স্মৃতি সংসদকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন আসাদুর রহমান। খেলার ম্যান অব দ্যা ম্যাচ হন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আবদুল্লাহ আল মাসুদ। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক ফুটবল খেলোয়াড় সাঈদ আব্বাস ও মোহাম্মদ শোয়াইব। আজ মঙ্গলবার প্রথম খেলায় অংশ নেবে সিপিএল লিজেন্ড বনাম মরহুম শামসুল হক স্মৃতি সংসদ(বেলা২টা)। দ্বিতীয় খেলায় অংশ নেবে আরমান স্মৃতি সংঘ বনাম আহমেদুর রহমান স্মৃতি সংসদ (বিকাল৩টা)

পূর্ববর্তী নিবন্ধসিসিএস চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট জানুয়ারিতে শুরু
পরবর্তী নিবন্ধমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিচকে ‘অসন্তোষজনক’ বলল আইসিসি