সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আরাফাত রহমান কোকো অত্যন্ত বিনয়ী, প্রচার বিমুখ ও নিরহংকারী ব্যক্তি ছিলেন। তিনি গতকাল শুক্রবার বাদে মাগরিব শাহ আমানত (রা.) মাজার সংলগ্ন জামে মসজিদে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আশু রোগ মুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহজাদা এনায়েত উল্লাহ খান। দোয়া মাহফিল শেষে তিনি মাজার সংলগ্ন এতিমখানায় এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন।
আবুল হাশেম বক্কর বলেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আরাফাত রহমান কোকোর ভূমিকা ছিল অপরিসীম। তিনি রাজনীতির বাইরে থেকে খেলাকে খেলা হিসেবে দেখে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছেন। মহানগর কোকো স্মৃতি সংসদের সভাপতি হাসান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন মোহাম্মদ রিমনের পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, ইসমাইল বালি, জাকির হোসেন, মঈন উদ্দিন চৌধুরী, নুরুল আকতার, জসিম উদ্দিন মিন্টু, ইদ্রিস আলী, আওরঙ্গজেব খান সম্রাট, সৈয়দ আবুল বশর, আবু ফয়েজ, জিয়াউর রহমান জিয়া, শাহীন হায়াত, মো. আলাউদ্দিন, ইদ্রিছ সবুজ, রাশেদুল ইসলাম রাসু, আইনুল ইসলাম জুয়েল, আজিজুল হক মাসুম, মাঈনুদ্দীন খান রাজিব, শাহরিয়ার আহমেদ, সাইফুল ইসলাম শায়েল, শাহাদাত খান নাবিল, শাহ আজিজ, মো. শফি, জানে আলম কুসুম, দিদার হোসেন, মামুন পাটোয়ারী নিরব, কাজী মোজাম্মেল হক, মো. জনি, মো. রেদোয়ান, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম, ওমর ফারুক রুবেল, শাহনেওয়াজ শাওন, রাশেদুল আলম, জসিম উদ্দীন, মো. কবির, মো. পারভেজ, নুরুল আমিন, কাজী ইমাম, শামসুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।