হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, পটিয়ায় বহুল প্রত্যাশিত কৈয়গ্রাম সেতু আগামী জুনেই যান চলাচলে উন্মুক্ত করে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের যোগাযোগ খাতের অবকাঠামোগত উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। যার ধারাহিকতায় পটিয়াতেও অনেক নতুন নতুন সেতু ও সড়ক নির্মান করা হয়েছে। এর ফলে যোগাযোগব্যবস্থার পাশাপাশি এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের নবদিগন্ত উন্মোচিত হয়েছে।
আগামী জুনের মধ্যে কৈয়গ্রাম সেতুসহ চলমান সকল সড়কের কাজ শেষ হবে। তিনি গত শুক্রবার দিনব্যাপী পটিয়া উপজেলার কৈয়গ্রাম সেতুর অ্যাপ্রোচ বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কের ও পৌরসভার বিভিন্ন স্থানে শেখ কামাল সরণী, আদালত পুকুর, উপজেলা পুকুর সৌন্দর্যবর্ধন কার্যক্রমের স্থান পরিদর্শন কালে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মঞ্জুর সাদেক, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, ক্রস বর্ডারের প্রকল্প পরিচালক প্রকৌশলী জুলফিকার মাহমুদ, জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ, প্রকৌশলী জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, জিরি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, আবদুল্লাহ আল-হারুন, আজিমুল হক প্রমুখ।











