কৈশোর

আলমগীর কবির | বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৭:০০ পূর্বাহ্ণ

কৈশোর কি পাতার বাঁশির মায়াবী সেই সুর,

খুঁজতে খুঁজতে হঠাৎ পাওয়া রঙিন খুশিপুর।

জোসনা রাতে মায়ের মুখের ঘুমপাড়ানি গান,

বুকপকেটে যত্নে রাখা গোলাপ ফুলের ঘ্রাণ।

পাখির বাসা খুঁজতে গিয়ে পাখির প্রতি টান,

হৃদয় জুড়ে হঠাৎ পাওয়া দীপ্ত আলোর বান!

লাটাই ঘুড়ি লাটিম টায়ার কত না সম্পদ,

মায়ের শাসন রোজ পুকুরে সাঁতার কাটায় রদ!

এক্কাদোক্কা কানামাছি খেলা গোল্লাছুট,

পকেট ভরা মার্বেল নিয়ে খেলার মাঠে ছুট!

এক বিকেলে নদীর কাছে নেই কোনো আর কাজ,

এক বিকেলে মন আকাশে অন্যরকম সাজ!

লকলকিয়ে বেড়ে উঠা লাউয়ের সাদা ফুল,

সকাল বিকাল খোলা আমার প্রকৃতির ইশকুল।

পূর্ববর্তী নিবন্ধস্মৃতিময় সেই দিন
পরবর্তী নিবন্ধটুংটাং ছড়া