কৈনপুরা কার্তিক পূজা উদযাপন পরিষদের সভা

| শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:৩০ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার কৈনপুরা তরুণ সমাজ কর্তৃক আয়োজিত কার্তিক পূজা উদযাপন পরিষদের সভা গত ১০ অক্টোবর কার্যকরী পরিষদের সভাপতি নন্দন ঘোষের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিশু দাশের সঞ্চালনায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন কার্তিক পূজা উপলক্ষে আগামী ১৭ নভেম্বর হতে তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সকলের সর্বসম্মতিক্রমে সুমন কান্তি দাশকে সভাপতি, শিমুল দাশ (বাবু)-কে সাধারণ সম্পাদক ও রনি দাশকে অর্থ সম্পাদক করে কার্তিক পূজা উদযাপন পরিষদ২০২৫ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅটিস্টিক শিশুর ইকোলালিয়া: একটি অনৈচ্ছিক আচরণ
পরবর্তী নিবন্ধপতেঙ্গা হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দিরে দীপাবলি উৎসব ২০ অক্টোবর শুরু