কে হবেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী?

ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহেই

| শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৬:৫৪ পূর্বাহ্ণ

দায়িত্ব নেওয়ার ৪৫ দিনের মাথায় নাটকীয়ভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগের ঘোষণার পর এখন কনজারভেটিভ পার্টির নতুন নেতা এবং প্রধানমন্ত্রী কে হতে চলেছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পার্টি যাকে নেতা নির্বাচন করবে তিনিই হবেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী। লিজ ট্রাস জানিয়েছেন, টোরি (কনজারভেটিভ) দলের নেতা নির্বাচন আগামী সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে। তেমন হলে নির্বাচনী ফল ঘোষণা আগামী সপ্তাহের শুক্রবারেই হতে পারে বলে আশা করছেন ১৯২২ কমিটি চেয়ারম্যান গ্রাহাম ব্র্যাডি। খবর বিডিনিউজের।

বিরোধী দল লেবার পার্টির নেতা কির স্টারমারসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো ট্রাসের পদত্যাগে অবিলম্বে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে। কিন্তু ট্রাস বলছেন, একজন উত্তরসূরি আনুষ্ঠানিকভাবে দলের নেতৃত্ব নেওয়া এবং রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ না পাওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে থাকবেন। টোরি নেতা নির্বাচনে লড়ার জন্য সবার কাছে পছন্দনীয় এমন কোনও সুস্পষ্ট প্রার্থী এখনও নেই।

তবে বুকমেকারদের পছন্দের তালিকায় আছেন- ঋষি সুনাক, পেনি মর্ডান্ট এবং বেন ওয়ালেস। ঋষি সুনাক এবং পেনি মর্ডান্টকে এবারও প্রার্থী হিসাবে দেখা হচ্ছে। তবে অর্থমন্ত্রী জেরেমি হান্ট এবার প্রতিদ্বন্দ্বিতায় না নামার সিদ্ধান্ত নিয়েছেন। গতবার দলীয় নির্বাচনী দৌড়ে নেমে তিনি প্রথম দফা ভোটেই বাদ পড়ে গিয়েছিলেন। ওদিকে, সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবার আবার প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে নামার পরিকল্পনা করেছেন। কিন্তু তার আবার ফিরে আসাটা টোরি এমপিদের জন্য ‘খুবই উদ্বেগজনক’ হতে পারে বলেই মনে করছেন ভোট বিশেষজ্ঞরা।

পূর্ববর্তী নিবন্ধ২৬ বছর বয়সেই সুইডেনের মন্ত্রী হলেন ইরানি তরুণী!
পরবর্তী নিবন্ধকবিয়ালের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২