ত্রিভুজ প্রেমের কাহিনী এটি। এক মেয়েকে ভালোবাসে দুই তরুণ। মেয়ের দিক থেকেও দুই প্রেমিকের প্রতি ইতিবাচক সাড়া রয়েছে। কিন্তু প্রেমিকদ্বয় চায় প্রেমিকাকে নিজের করে পেতে, ভাগাভাগিতে বিশ্বাসী নয় তারা! একপর্যায়ে দু’জনই যুদ্ধে লিপ্ত হয় সিনেমাটিক কায়দায়। তাদের মধ্যে ক্ষতবিক্ষত প্রেমিক হাসান (২৩) বর্তমানে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর তাকে হত্যা চেষ্টার অপরাধে অপর প্রেমিক আগুন (২০) বর্তমানে পুলিশের হাতে বন্দি। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে নগরীর বাকলিয়া থানার তক্তার পুল সোলেমান মসজিদ গলি এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজ আজাদীকে বলেন, প্রেমঘটিত বিষয়ে মোহাম্মদ হাসানকে মঙ্গলবার রাত ৯টার দিকে গলায় ছুরিকাঘাত করে আগুন। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার ঘণ্টাখানেক পর অভিযান চালিয়ে নুর জামাল আগুন নামে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আহত হাসান পেশায় গ্যারেজ মিস্ত্রি। ভোলা জেলার আবদুর রউফের ছেলে হাসান জন্মসূত্রে বাকলিয়া তক্তার পুল মোবারক ম্যানসন এলাকার বাসিন্দা।
অন্যদিকে নুর জামাল আগুন একই এলাকার আকবর বাড়ির মৃত কুদ্দুস মিয়ার ছেলে। সে পেশায় ক্লাব বয়। হাসান ও আগুন দুই জনই ভালবাসে গামেন্টস কর্মী এক তরুণীকে। প্রেমিকাকে কে পাবে এ নিয়ে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে হাসান ও আগুনের মধ্যে মারামারির এক পর্যায়ে আগুন হাসানের গলায় ছুরিকাঘাত করে। জীবন শংকটাপন্ন অবস্থায় বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে। স্থানীয়রা এ ঘটনার জন্য মেয়েটাকেই দোষারোপ করছে।







