যেভাবে এসেছিলে
সেভাবেই কি যাবে?
থেকে যাবার যদিও
কোনো চুক্তি হয়নি,
হয়নি কোনো দলিল…
এক অদৃশ্য আকর্ষণে
আমি তুমি আবর্তিত হচ্ছি
কখনও দূরে
আবার কখনও কাছে…
প্রিয়তম,
চুক্তিহীন ভালোবাসার
অনুভূতির গ্রহগুলো
আবর্তিত হোক
তোমাকে আমাকে ঘিরে
সময়ের সাথে বন্ধুত্ব করে…..