কে তুমি

সুতপা চক্রবর্তী | বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

যেভাবে এসেছিলে

সেভাবেই কি যাবে?

থেকে যাবার যদিও

কোনো চুক্তি হয়নি,

হয়নি কোনো দলিল

এক অদৃশ্য আকর্ষণে

আমি তুমি আবর্তিত হচ্ছি

কখনও দূরে

আবার কখনও কাছে

প্রিয়তম,

চুক্তিহীন ভালোবাসার

অনুভূতির গ্রহগুলো

আবর্তিত হোক

তোমাকে আমাকে ঘিরে

সময়ের সাথে বন্ধুত্ব করে…..

পূর্ববর্তী নিবন্ধশিরোনামহীন
পরবর্তী নিবন্ধজীবনানন্দ : শুধু কবিতার জন্যই মহাত্মা হয়ে আছেন যিনি