কে. ডি. প্রভাতী ক্লাব ফুটবল টুর্নামেন্টে কর্ণফুলীর প্রথম জয়

| শুক্রবার , ১ নভেম্বর, ২০২৪ at ১১:১৪ পূর্বাহ্ণ

কে. ডি. প্রভাতী ক্লাব ২য় অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে টানা দুই ম্যাচে পরাজয়ের পর প্রথম জয়ের দেখা পেয়েছে কর্ণফুলী। গতকাল বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত এ খেলায় তারা টাইব্রেকারে ১০ গোলে ইছামতী দলকে হারিয়েছে। একমাত্র জয়সূচক গোলটি করেন সাকিব। তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মোহাম্মদ নোমান। এ জয়ের ফলে ৩ খেলায় ৫ পয়েন্টে যৌথভাবে সাঙ্গুর সাথে তালিকার শীর্ষে অবস্থান করছে কর্নফুলী। অন্যদিকে প্রথম পরাজয়ের স্বাদ পাওয়া ইছামতী ৩ খেলায় ৫ পয়েন্ট পেলেও গোল গড়ে ২য় স্থানে রয়েছে। আজ কোন খেলা নাই। আগামীকাল শনিবার সাঙ্গু ও ইছাখালী দল মুখোমুখি হবে।

পূর্ববর্তী নিবন্ধকিডনি চিকিৎসায় ভূমিকা রাখছে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধসীতাকুন্ডে স্পোর্টস ফেস্টিভ্যাল উদ্বোধন আজ