ছবির সবাই শিল্পী। কেউ কণ্ঠশিল্পী আর কেউ যন্ত্রশিল্পী। লালন সঙ্গীতশিল্পী বিউটিসহ একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে কক্সবাজার যাচ্ছিলেন তারা। পথে কুমিল্লায় হোটেলে বিরতির সময় হাস্যোজ্জ্বল এই ছবিটিই ওদের জীবনের শেষ গ্রুফ সেলফি হয়ে যায়। এই ছবির দুজন হানিফ ও পার্থ প্রতীম গুহ ঘটনাস্থলে মারা গেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থানার সোনাপাহাড় এলাকায় শিল্পী ও যন্ত্রশিল্পী বহনকারী মাইক্রোবাসটিকে একটি লরি চাপা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত ও ২ জন আহত হন। গতকাল শনিবার সকাল ৬টায় এই দুর্ঘটনা ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকার ইউটার্নে। চট্টগ্রামমুখী লেইনে সকালে ঢাকা থেকে কঙবাজারগামী একটি হাইয়েসকে (ঢাকামেট্রো ম-৫৩-৭৮১৫) বিপরীতমুখী একটি লরি অতর্কিত এসে চাপা দিলে এই সংঘর্ষ হয় বলে জানান জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফিরোজ আহমেদ।
গুরুতর আহত অবস্থায় যন্ত্রশিল্পী মোহাম্মদ হানিফ (৪২) নামে একজনকে হাসপাতালে আনার পর ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আর ঘটনাস্থলেই মারা গেছেন আরেক যন্ত্রশিল্পী পার্থ প্রতীম গুহ (৪০)। এদিকে এই ঘটনায় আহত আরেক যন্ত্রশিল্পী লুৎফর ও লালন সঙ্গীতশিল্পী বিউটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই আলাউদ্দিন জানান, লুৎফরকে ২৬ নং অর্থোপেডিঙ সার্জারি ওয়ার্ডে এবং বিউটিকে ২০ নং আই ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস মীরসরাই স্টেশন অফিসার জসিম উদ্দিন জানান, লরির ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। লরি ও মাইক্রোবাস মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। লরিটি পুলিশ জব্দ করেছে।
লরির চালক ও সহকারী কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এসআই ইছহাক।
চট্টগ্রাম মঞ্চ সঙ্গীতশিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের বলেন, ঢাকা থেকে কঙবাজারে একটি প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন তারা। এদের মধ্যে পার্থ অক্টোপ্যাড বাজাতেন। হানিফ অক্টোপ্যাড-ড্রাম বাজাতেন। হানিফ আহমেদ ও পার্থ গুহ দুজনের বাড়ি কুমিল্লায়। দুই দশকেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন প্রজন্মের অসংখ্য শিল্পীর সঙ্গে তারা বাদ্য বাজিয়েছেন। তাদের মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।