কে এম স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটি গঠন

| বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:৩৩ পূর্বাহ্ণ

সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে অংশ নেয়া কে এম স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি মসিউল আলম স্বপনের অনুমোদনক্রমে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির (সিসিএ) সহসভাপতি মো. ফরিদ উদ্দিন কাওসার খানকে চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সানু বিশ্বাস চন্দনকে সম্পাদক ও সিসিএর সাবেক অধিনায়ক সালাউদ্দিন আহমেদকে টিম ম্যানেজার করা হয়েছে। এ ছাড়াও মো. ফয়েজউল্লাহ্‌ সুমন কোচ এবং মোহাম্মদ আফজাল সহকারী কোচ মনোনীত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিমন্যাস্টিকসের টিম অল-রাউন্ড ইভেন্ট চীনকে পেছনে ফেলে স্বর্ণ জিতল জাপান
পরবর্তী নিবন্ধঅলিম্পিকে দুই যমজ জুটির লড়াই ব্যাডমিন্টনে যুক্তরাষ্ট্রকে হারাল বুলগেরিয়া